সফটওয়্যার সম্পর্কিত

স্কুলের দৈনন্দিন শিক্ষা কার্যক্রম সহজ ও স্বচ্ছ করার প্রয়াসে এবং তথ্যের সর্বোচ্চ নিরাপত্তা বিধানে একমাত্র আমরাই ব্যবহার করছি লাইসেন্সড ওরাকল ডেটাবেজ। দক্ষ ও অভিজ্ঞ সার্ভার ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার দ্বারা নিজস্ব নিয়ন্ত্রণে রক্ষণাবেক্ষণ করছি নিজস্ব সার্ভার- আর এর সবই তথ্যের নিরাপত্তা ও সুরক্ষার তাগিদে।
প্রতিনিয়তই শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের চাহিদা মোতাবেক আপডেট কাজ চলমান রয়েছে। যে কোন সমস্যার দ্রুত সমাধান দেয়ার জন্যে রয়েছে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।

ডি-ইস্কুল সফটওয়্যার এর মডিউল সমূহ

  • স্টুডেন্টস রেজিস্ট্রেশন
  • স্টুডেন্টস এ্যাডমিশন
  • স্টুডেন্টস এবং টিচার্স এ্যাটেন্ডেন্স
  • আইডি কার্ড, এ্যাডমিট কার্ড ও সিট প্ল্যান
  • ক্লাশ টেস্ট ও মডেল টেস্ট
  • ক্লাস ও টিচার্স রুটিন
  • এক্সাম রেজাল্ট প্রসেসিং ও পাবলিশিং
  • স্টুডেন্টস একাউন্টস (ইন্টিগ্রেটেড)
  • ওয়েব সাইট ইন্ট্রিগেটেড
  • পেস্লিপ ও পেরোল
  • ইনভেন্টরী (ইন্টিগ্রেটেড)
  • জেনারেল একাউন্টস (প্রফেশনাল)

ইস্কুল সফটওয়্যার এর বিশেষত্ব

  • সফটওয়্যারটি ইউনিকোড সমর্থিত হওয়ায় ইংরেজী ভাষার পাশাপাশি যে কোন ভাষায় তথ্য ইনপুট করার সুযোগ রয়েছে।
  • সফটওয়্যারটি অনলাইন ও অফলাইন (ডাটা লোডিং) দু ভাবেই ডাটা এন্ট্রি দেওয়া যায়।
  • স্মার্ট ফোনের মাধ্যমে হাজিরা দেওয়া যাবে
  • মোবাইল ফোন রেসপন্সিভ
  • ওয়েব সাইট ইন্টিগ্রেটেড
  • স্টুডেন্টস একাউন্টস (ইন্টিগ্রেটেড)
  • ইনভেন্টরী ইন্টিগ্রেটেড
  • জেনারেল একাউন্টস (প্রফেশনাল)
  • ডাটা লাইসেন্সকৃত ওরাকলে সংরক্ষিত
  • ডাটাগার্ড দ্বারা ডাটা সুরক্ষিত
  • হ্যাকিং সুরক্ষিত
  • লাইভ ট্রেনিং ও টিউটোরিয়াল প্রদান

সফটওয়্যার তথ্য

ইস্কুল সফটওয়্যার এর যে কারণে অনন্য ও সেরা তা হলোঃ ওয়েব সাইট ইন্টিগ্রেটেড, স্টুডেন্ট একাউন্টস, পে-রোল, ইনভেন্টরি ও জেনারেল একাউন্টস ইন্টিগ্রেটেড অর্থাৎ কমপ্লিট ইস্কুল ইআরপি। আর শক্তিশালী লাইসেন্সকৃত ওরাকল ডেটাবেজ ইঞ্জিন হওয়ায় তথ্যের নিরাপত্তায় ও ব্যবস্থাপনায় এর কোন জুড়ি নেই!
শিক্ষা প্রতিষ্ঠানের চাহিদাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে ইস্কুল শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যার প্রতিনিয়ত আপডেট করা হয়।

ইস্কুল সফটওয়্যার ব্যবহারের সুবিধা

  • প্রতিষ্ঠান প্রধানগণ চাপমুক্ত থেকে প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ পাবেন।
  • ৭৫% চাপমুক্ত থাকতে পারবেন, অনেক সময় বেঁচে যাবে, যা অন্যদিকে বিশেষ করে একাডেমিক কার্যক্রমে বিনিয়োগ করতে পারবেন এবং পরিবারকে আরো বেশী সময় দিতে পারবেন।
  • রেজাল্ট তৈরীর ক্ষেত্রে খাতা দেখা ও নাম্বার এন্ট্রি করা/করানো ছাড়া আর কোন কাজ নেই। সব করবে সফটওয়্যার (যোগ, বিয়োগ, গুণ, ভাগ, টেবুলেশন, মার্কশীট/ট্রান্সক্রিপ্ট, মেরিট লিষ্ট,ফেল লিস্ট ইত্যাদি)। এছাড়া বহু রকমের রিপোর্ট তৈরী করবে।
  • শুধুমাত্র প্রথমবার সফটওয়্যারে ছাত্র-ছাত্রীদের ডাটা এন্ট্রি হয়ে যাবার পর ছাত্র-ছাত্রীর নাম, রোল, শ্রেণী, বাবার নাম, মায়ের নাম ইত্যাদি তথ্য আর কখনোই কোথাও লিখতে হবেনা।
  • প্রতিষ্ঠান প্রধানের নিকট জবাবদিহিতা কমে যাবে। কারণ, জবাবদিহিতার কাজ অনেকাংশে সফটওয়্যারই করবে। অযথা হয়রানি, অভিযোগ ও ভুল বুঝা-বুঝি কমে যাবে।
  • অভিভাবকগণ এসএমএস বা অনলাইনের মাধ্যেম তাৎক্ষনিকভাবে সন্তানের সকল তথ্য জানতে পারায় টেনশন মুক্ত থাকতে পারেন।
  • নিজের দায়িত্বপ্রাপ্ত বিষয়/ ক্লাসের ও প্রতিটি ছাত্র-ছাত্রীর ছবিসহ বিস্তারিত তথ্য, উপস্থিতির রেকর্ড সমূহ, পরীক্ষার ফলাফল, লেনদেনের সর্বশেষ তথ্যের আপডেট চাহিবামাত্র মুহূর্তের মধ্যেই পাবেন এবং অভিভাবককে জানাতে পারবেন।
  • কাস্টমার কেয়ার এর পাশাপাশি প্রত্যেক উপজেলায় সার্ভিসের জন্য জনবল থাকায় যেকোন সমস্যায় তাৎক্ষনিক সমাধান।

সফটওয়্যার ক্রয় করার জন্য প্রয়োজনীয় তথ্য

  • সরকার অনুমোদিত/লিমিটেড কোম্পানি কিনা?
  • টিআইএন এবং ভ্যাট নম্বর আছে কিনা?
  • সফটওয়্যারটির কপিরাইট আছে কিনা?
  • ব্যবহারকৃত ডাটাবেজের লাইসেন্স আছে কিনা?
  • বেসিসের সদস্য কিনা?
  • সফটওয়্যার বিস্তারিত লাইভ দেখাতে পারবে কিনা?
  • কোন পূর্ব ধারনা ছাড়াই, সফটওয়্যারটি সহজবোধ্য মনে হয় কিনা?
  • সফটওয়্যারটি রেডি আছে কিনা এবং সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে ব্যবহার যোগ্য পরিপূর্ণ সফটওয়্যার বুঝিয়ে দিতে সক্ষম কিনা?
  • সফটওয়্যার কোম্পানী কর্তৃক প্রদত্ত অপারেটর না দিয়ে নিজেরাই সহজে ব্যবহার করতে পারবেন কিনা?
  • দুই-তিন মাসের নোটিশেই চুক্তি বাতিল করা যাবে কিনা?
  • চুক্তি বাতিল করলে, পরিপূর্ণ ডাটা বুঝিয়ে দিতে পারবে কিনা?
  • সরকারের চাহিদার আলোকে সফটওয়্যারটি অনলাইন ভিত্তিক কিনা?
  • প্রয়োজন সাপেক্ষে, যেকোন প্রকারের পরিবর্তন-পরিবর্ধন করতে পারে কিনা এবং প্রতি নিয়ত সফটওয়্যারের আপডেট চলমান কিনা?
  • কাস্টমার সার্ভিস/লোকাল সার্ভিস দেওয়ার মত ব্যবস্থা আছে কিনা?
  • সফলভাবে এ্যাটেন্ডেন্স, এসএমএস, পরীক্ষার রেজাল্ট সহ অন্যান্য বিষয়াবলী কোন প্রতিষ্ঠানে শতভাগ বাস্তবায়িত হয়েছে কিনা?
  • আপনার প্রয়োজন ও চাহিদার সাথে সফটওয়্যারটির নূন্যতম ৯০ শতাংশ মিল রয়েছে কিনা?
  • প্রতিটি মডিউল, ফিচার ও অপশন নিজেরা অথবা এক্সপার্ট দিয়ে পরখ করে নিন, ঠিকমত কাজ করে কিনা?

মূল্য ও অফার সম্পর্কিত সতর্কবার্তা

    যদি কেউ এককালীন মূল্যে সফটওয়্যার দিয়ে দিবে এমন অফার করে, তাহলে বুঝতে হবে ঐ ব্যক্তি বা কোম্পানী ফিল্ড থেকে মোটা অংকের টাকা তুলে নিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশী। বরং প্রতি মাসে সার্ভিস পাওয়ার পর টাকা দিলেই কোন ঝুঁকি থাকেনা, মাসিক সার্ভিস পাওয়ার কারনেই ভাল সার্ভিস দিতে পারে এবং প্রতিযোগিতায় টিকে থাকতেই ভাল সার্ভিস দিতে পারে এবং প্রতিযোগিতায় টিকে থাকতেই সেবার গুণগতমান ও গ্রাহক সন্তুষ্টি অর্জনে নিজেদের আপডেট করতে থাকে। যদি কেউ এমন অফার করে যে, আমরাই সফটওয়্যার অপারেট করার লোক, কম্পিউটার, প্রিন্টার, কাগজ, কালি, ডিভাইস ইত্যাদি দিব তাহলে বুঝতে হবে ঐ সফটওয়্যার আদৌ ঠিকমত কাজ করেনা অথবা যথেষ্ট ঝুকি-ঝামেলাপূর্ণ। যা পরবর্তীতে ভোগান্তিতে ফেলবে। যদি কেউ এমন অফার করে যে আমাদের এসএমএস আনলিমিটেড বা প্যাকেজের সাথেই এসএমএস পাবেন। তাহলে বুঝতে হবে, তার এসএমএস পাঠানোর অপশনই খুব কম বা অবৈধ ভিওআইপি ধরনের এসএমএস ব্যবহার করে। যারা অবিশ্বাস্য কম মূল্যে সফটওয়্যার অফার করে তারা কোন ভাবেই ভালমানের সার্ভিস দিতে পারবেনা। নানা অজুহাতে কালক্ষেপণ করা, এক্সেলে করে আনা আউটপুটকেই তাঁদের সফটওয়্যারের আউটপুট বলে চালানো, প্রায়শই ভুল আউটপুট, সীমিত কিছু আউটপুট, আশ্বাসের পর আশ্বাস, আজকের এসএমএস কালকে, এক বিষয়ের মার্ক আরেক বিষয়ে, এক লেজারের টাকা আরেক লেজারে ইত্যাদি ঝুকি-ঝামেলা লেগেই থাকবে। তাই অত্যন্ত সতর্কতার সাথে সবকিছু যাচাই করেই যেকোন শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যারে যাওয়া উচিত।

লাইভ ডেমো

প্লিজ লাইভ ডেমো বা প্রেজেন্টেশন দেখার জন্য আমাদের কল করুন। একজন স্থানীয় উদ্যােক্তা প্রতিনিধি নির্দিষ্ট সময়ে আপনার প্রতিষ্ঠানে সফটওয়্যার কার্যক্ষমতা প্রদর্শন করার ব্যবস্থা করবেন।

অন্যান্য সফটওয়্যারের সাথে বিশেষ পার্থক্য

১। বাজারের প্রায় সকল সফটওয়্যারই "ফ্রি", "ওপেন-সাের্স" ও "পাইরেটেড" টুলস দিয়ে উন্নয়ন করা ফলে ডাটা সুরক্ষা অত্যন্ত দুর্বল হয় এবং ভেন্ডর সাপোর্ট ও হেল্প পাওয়া না।
২। বাজারের প্রায় সকল সফটওয়্যারই "ইউজার ফ্রেন্ডলী" নয় ফলে প্রচুর সময় ব্যয় করতে হয় সফটওয়্যার পরিচালনায়। এবং সহজে বুঝা যায় না বিধায় নিজ বুদ্ধিমত্তায় ও অভিজ্ঞতা দিয়ে পরিচালনা করা বেশ কষ্টসাধ্য।
৩। বাজারের প্রায় সকল সফটওয়্যারই প্রসেস বেইজড! যার ফলে অসংখ্য প্রসেস বার বার চালিয়ে কাঙ্খিত ফলাফল পেতে হয় এতে প্রচুর সময় নষ্ট হয়। এক জায়গা থেকে অল্প কাজে ও পরিশ্রমে ফলাফল পাওয়া যায় না বিধায় সারাদিনই সফটওয়্যারের পেছনে লেগে থাকতে হয়।
৪। সফটওয়্যার উন্নয়নের উপর পূর্ব অভিজ্ঞতা ও দক্ষতা না থাকায় এবং সফটওয়্যার আর্কিটেকচার সম্পর্কে বাস্তব জ্ঞান না থাকায় ডিজাইনে মারাত্মক ত্রুটি থেকে যায় ফলে পরবর্তীতে বেশ জটিলতায় পড়তে হয় এবং অনেকক্ষেত্রে সফটওয়্যারটি তার কার্যক্ষমতা হারিয়ে ফেলে এবং মারাত্মক ডিবাগিং পরিলক্ষিত হয়।

উপরের সবগুলো বিষয় মাথায় রেখেই ইস্কুল সফটওয়্যারের আর্কিটেকচার ডিজাইন করা হয়। ইউাজার এর ডেটা সুরক্ষার কথা মাথায় রেখে প্রথম থেকেই লাইসেন্সডকৃত সফটওয়্যার ও নিজস্ব সার্ভার ব্যবস্থাপনা করা হয়। আমাদের পূর্ব অভিজ্ঞতা ও দক্ষতা থাকায় বিষয়গুলো আমাদের জন্য অনেক সহজ ও সরল হয়েছে। ইউজার লেভেল কে সর্বোচ্চ ইউজার এক্সপেরিয়েন্স দিতে সদা-সর্বদাই আমরা ইস্কুল সফটওয়্যারের উন্নয়ন কাজ করে চলেছি।

সফটওয়্যার বিপণন পদ্ধতিঃ যতটুকু ব্যবহার ততটুকু বিল (সাস: সফটওয়্যার এস এ সার্ভিস) [Software Distribution Module: SaaS Plan]

আপনার প্রয়োজন মিটাতে আমাদের রয়েছে ৩ টি সাস প্ল্যান [We have 3 plans to meet up your demand]

আদর্শ মডিউলঃ পরীক্ষা কেন্দ্রিক [Standard Module: Exam Priority]

  • স্টুডেন্টস রেজিস্ট্রেশন
  • স্টুডেন্টস এ্যাডমিশন
  • স্টুডেন্টস এবং টিচার্স এ্যাটেন্ডেন্স
  • আইডি কার্ড, এ্যাডমিট কার্ড ও সিট প্ল্যান
  • ক্লাশ টেস্ট ও মডেল টেস্ট
  • ক্লাস ও টিচার্স রুটিন
  • এক্সাম রেজাল্ট প্রসেসিং ও পাবলিশিং
  • স্টুডেন্টস একাউন্টস (ইন্টিগ্রেটেড)
  • ওয়েব সাইট ইন্ট্রিগেটেড
  • পেস্লিপ ও পেরোল
  • ইনভেন্টরী (ইন্টিগ্রেটেড)
  • জেনারেল একাউন্টস (প্রফেশনাল)

ইস্কুল সফটওয়্যার এর বিশেষত্ব

  • সফটওয়্যারটি ইউনিকোড সমর্থিত হওয়ায় ইংরেজী ভাষার পাশাপাশি যে কোন ভাষায় তথ্য ইনপুট করার সুযোগ রয়েছে।
  • সফটওয়্যারটি অনলাইন ও অফলাইন (ডাটা লোডিং) দু ভাবেই ডাটা এন্ট্রি দেওয়া যায়।
  • স্মার্ট ফোনের মাধ্যমে হাজিরা দেওয়া যাবে
  • মোবাইল ফোন রেসপন্সিভ
  • ওয়েব সাইট ইন্টিগ্রেটেড
  • স্টুডেন্টস একাউন্টস (ইন্টিগ্রেটেড)
  • ইনভেন্টরী ইন্টিগ্রেটেড
  • জেনারেল একাউন্টস (প্রফেশনাল)
  • ডাটা লাইসেন্সকৃত ওরাকলে সংরক্ষিত
  • ডাটাগার্ড দ্বারা ডাটা সুরক্ষিত
  • হ্যাকিং সুরক্ষিত
  • লাইভ ট্রেনিং ও টিউটোরিয়াল প্রদান


What customers are saying

More testimonials can be found at EiMS.BCStechBD.com.

Customer Testimonials

Customer What says about us:

যোগাযোগ

Address

BCStechBD Ltd.
(Bandhan Computer Systems & Technologies Ltd.)
Corp. Office: 125, KB Fazlul Kader Road, Panchlaish, Chittagong-4203, Bangladesh.

Phone Number

+88 01708585457, 01912000423
0197BCStech(2278324)

e-Mail

support@eimspls.com
bcstech.bd@gmail.com
ictuddoktaltd@gmail.com